শিল্প-বানিজ্যশেয়ার বাজার

নিউইয়র্ক বাজারে শেয়ারের ব্যাপক মূল্য পতন

ঢাকা অর্থনীতি ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্র  এর  মধ্যকার বাণিজ্য বিরোধ আরও তীব্র আকার ধারণ করতে পারে এমন উদ্বেগের ফলে গতকাল নিউইয়র্ক বাজারে বিক্রয়াদেশ বৃদ্ধি পাওয়ায় শেয়ারের ব্যাপক মূল্য পতন ঘটেছে।

দিনের মাঝামাঝি সময়ে শেয়ারের মুখ্য মূল্য সূচক ডাউ জোন্স শিল্প গড় সাময়িকভাবে ৭শ পয়েন্টের বেশী হ্রাস পায়।

দিনের শেষে ডাউ জোন্স শিল্প গড় বৃহস্পতিবারের তুলনায় ৬শ ২৩ পয়েন্ট বা ২.৪ শতাংশ হ্রাস পেয়ে ২৫ হাজার ৬২৮ পয়েন্টে লেনদেন শেষ করে। উল্লেখ্য, এটি হচ্ছে চলতি বছর সূচকটির ৪র্থ সর্বোচ্চ মূল্য পতনের ঘটনা।

প্রযুক্তি ও ভারী শিল্প সূচক নাসদাক, ২শ ৩৯ পয়েন্ট বা ৩ শতাংশ হ্রাস পেয়ে ৭ হাজার ৭৫১ পয়েন্টে দিনের লেনদেন শেষ করে।

চীন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্কারোপের ঘোষণা দেয়ার পরপর আগের দিনের তুলনায় ডাউ জোন্স শিল্প গড় ১শ পয়েন্টের বেশী হ্রাস পায়।

চীন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় সাড়ে ৭ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্কারোপ করবে। এখন এই অবস্থ থেকে মুক্তি পাওয়াই চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Close
Close