দেশজুড়ে

নির্বাচনী সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

রোববার (২৮ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলার ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। রাতে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।

নিহতরা হলেন- ঘিডোব গ্রামের অবিনাস চন্দ্রের ছেলে আদিত্য চন্দ্র (২০), শিবঘর গ্রামের সাহাবুল (৩৫) ও হাবিবপুর গ্রামের মুজা উদ্দিন (৩৮)।

জানা গেছে, রোববার সকাল থেকে পীরগঞ্জ উপজেলার ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছিল তৃতীয় দফার নির্বাচন। পরে বিকেল ৪টায় ভোট শেষে গণনায় বিলম্ব হলে বিএনপি প্রার্থী নুরুজ্জানের সমর্থকরা একত্রিত হয়ে ভোটকেন্দ্র ঘিরে ফেলে এবং প্রিসাইডিং অফিসারের উপর চড়াও হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রে উপস্থিত হলে কোনো কিছু বুঝে ওঠার আগেই ইট-পাটকেল দিয়ে তার গাড়িটি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে বাধ্য হয়ে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত এবং আহত হয় আরও বেশ কয়েকজন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে উসকানিদাতের বিচারের দাবি করছেন এলাকাবাসী।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নির্বাচন চলাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় বাধ্য হয়ে বিজিবি গুলি চালায়। গুলিতে এখন পর্যন্ত তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ ঘটনায় এস আই আবু হানিফ মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close