দেশজুড়ে

নীলফামারীতে ৫৬টি ঘর পুড়ে ছাই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নীলফামারীর ডোমার উপজেলায় অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের ৫৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামে আগুনের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে ঘরের আসবাবপত্র, গরু-ছাগল, ধান, চাল, নগদ অর্থ পুড়ে যায়।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, রবিবার ভোর রাতে পশ্চিম হরিণচড়া গ্রামের জিতেন চন্দ্রের রান্না ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ১৮ পরিবারের ৫৬ ঘর পুড়ে যায়। এছাড়া আসবাবপত্রসহ ধান-চাল নগদ টাকা পুড়ে যায়।

এদিকে রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Close
Close