দেশজুড়ে

নুসরাত হত্যা মামলার রায় প্রত্যাশিত হয়নি: আসামিপক্ষের আইনজীবী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নুসরাত হত্যা মামলায় এ রায় প্রত্যাশিত রায় হয়নি বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ রায় দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। রাষ্ট্রপক্ষ কোনো অপরাধ সামান্যতমও প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, খোদ ডাইং ডিক্লারেশনে নুসরাত কোনো আসামিকে দোষারোপ করেননি। আমরা আপিল করবো সাতদিনের মধ্যে। হাইকোর্টের বিচারক আপিলে সবাইকে খালাস দেবেন, এটা আমাদের নিশ্চিত প্রত্যাশা।

‘আমরা এ রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে যাবো। এই রায় শেষ রায় নয়। কেউ আসামি শামীমের নাম বলেননি। কোনো কোনো আসামির জন্য একজনও সাক্ষী দেননি। যা বলার উচ্চ আদালতে বলবো।

Related Articles

Leave a Reply

Close
Close