দেশজুড়ে

নোয়াখালীতে বক মারার “বিষ” খেয়ে এক কৃষকের আত্মহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে বক মারার ওষুধ খেয়ে মাঈন উদ্দিন (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন ওই এলাকার মিয়া মাঝি বাড়ির আব্দুর রশিদের ছেলে।

এলাকাবাসী জানায়, কৃষক মাঈন উদ্দিন পরিবার নিয়ে রামপুর ৫ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর সুইজ মক্কা নগর এলাকার বেড়ি বাঁধের ওপর বসবাস করতেন। শনিবার দুপুরের কোনো একসময় মাঈন উদ্দিন নিজের ঘরে থাকা বক মারার ওষুধ (বিষ) খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের বলেন, বক মারার বিষপানে মাঈন উদ্দিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত মাঈন ও তার পরিবারের কয়েকজনের মানসিক সমস্যা আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close