দেশজুড়ে

নোয়াখালীতে গরু-ছাগল চুরির অপরাধে ৫ জনের জেল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীর হাতিয়ার চরাঞ্চলে অর্ধশতাধিক গরু, মহিষ ও ছাগল চুরির অভিযোগে সুধারামে ৫ চোরকে সিএনজিসহ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র সিএনজি ড্রাইভার ইকবাল হোসেন উজ্জল (২৭), মমিন হোসেন মানিকের পুত্র জাহিদুল ইসলাম জিহাদ (২১), মো. দুলালের পুত্র মো. মিলন (১৯), মৃত সোলেমানের পুত্র শহিদুল ইসলাম সজিব (১৯), মৃত আবুল হোসেনের পুত্র মো. হাবিবুর রহমান হাবিব (১৯)। তাদেরকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সুধারামের ৮নং ইউপির চরকরমূল্যা গ্রামের মো. মমিন উল্যাহ (৪১) সুধারাম মডেল থানায় মামলা করলে অফিসার ইনচার্জ মো. নবির হোসেন এর নেতৃত্বে আসামীদের মেজর মান্নান স্কুল এন্ড কলেজের উত্তর পাশে পাকা রাস্তার উপর সিএনজি সহ আটক করে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি পুলিশকে জানায়, ৪/৫ মাস থেকে এ এলাকায় ১৫-২০টি ছাগল চুরির ঘটনা ঘটে। ওই আসামিরা সিএনজি যোগে ১৫ হাজার টাকা দামের ছাগলটি চুরি করে নিয়ে যাওয়ার পর খোঁজ খবর নেয়ার পর থানায় মামলা করলে ওসি সুধারাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Related Articles

Leave a Reply

Close
Close