দেশজুড়ে

পদ্মায় উল্টে গেছে স্পিডবোট, শিশু নিখোঁজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টের কাছে উত্তাল স্রোতে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে তীব্র স্রোতের কারণে এ ঘটনা ঘটে। শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলার ইউএনও আবিদুল ইসলাম খান।

এদিকে বৈরি আবহাওয়া স্পিডবোট ও লঞ্চ  চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে স্পিডবোটটি কাঁঠালবাড়ি ঘাটের দিকে আসার সময় মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে স্পিডবোটটি উল্টে যায়।

এই রুটের নৌ-পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। তিনি জানান, শিমুলিয়া থেকে নৌ-পুলিশ উদ্ধার তৎপরতায় নেমেছে। আমরা যতটুকু জেনেছি অল্প বয়সী একজন নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close