আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

পদ্মা সেতু; বদলে যাবে ভোমরা স্থলবন্দর

ঢাকা অর্থনীতি ডেস্ক: পদ্মা সেতু চালু হলে বদলে যাবে ভোমরা স্থলবন্দরের চিত্র। রাজস্ব বাড়বে পাঁচ থেকে ছয়গুন। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা। ফলে স্বল্প খরচে পণ্য আমদানি-রপ্তানিতে বেশি লাভের আশা ব্যবসায়ীদের। এছাড়া কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দরও চালু করার দাবি স্থানীয়দের।

ভোমরা স্থলবন্দর ১৯৯৬ সালে যাত্রা শুরু করলেও নানা অব্যবস্থাপনায় এখনো তেমন গতি নেই। দীর্ঘ সময় মালামাল বন্দরে আটকে থাকায় লোকসান গুণতে হয় ব্যবসায়ীদের। পদ্মা সেতু চালু হলে জমবে এই স্থলবন্দর-এমন আশায় এখন স্বপ্ন দেখতে শুরু করেছেন এখানকার ব্যবসায়ীরা।

পদ্মা সেতু চালু হলে কম খরচে পণ্য আমদানি সহজ হবে। চাঙ্গা হবে বন্দরের ব্যবসা-বাণিজ্য। সংশ্লিষ্টরা বলছেন, কালিগঞ্জের বসন্তপুর নৌ-বন্দর চালু করা এখন সময়ের দাবি।

পদ্মা সেতু চালু হলে ভোমরা ইমিগ্রেশন দিয়ে বাড়বে যাত্রী পারাপার। এতে পাঁচ থেকে ছয়গুণ রাজস্ব বাড়ার আশা সংশ্লিষ্টদের।

Related Articles

Leave a Reply

Close
Close