দেশজুড়ে

পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেয় না পরিবেশ অধিদফতর: পরিবেশমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: পরিবেশ রক্ষায় কোনো পদক্ষেপ নেয় না পরিবেশ অধিদফতর, হাইকোর্টের এমন মন্তব্য মন্ত্রণালয়ের জন্য লজ্জাজনক বলে স্বীকার করেছেন নবনিযুক্ত পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বললেন, অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ রক্ষায় একশ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ অধিদফতরকে এমনভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে আদালতকে নির্দেশনা দিতে না হয়। দ্রুতই এ বিষয়ে একশ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে, অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে জোর দেবে মন্ত্রণালয়। একইসাথে জনবল সংকট সমাধানেও নেয়া হবে পদক্ষেপ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার অবৈধ ইটভাটা বন্ধ সংক্রান্ত এক রিটের শুনানিতে পরিবেশ অধিদফতরের কার্যক্রম নিয়ে উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close