দেশজুড়েপ্রধান শিরোনাম

সেজান জুসের কারখানার মালিকসহ গ্রেফতার সবাই রিমান্ডে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনের ঘটনায় কারখানাটির মালিক আবুল হাসেমসহ আটক সবার চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- আবুল হাসেম, তার চার ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, হাসেম ফুড লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ ও এডমিন প্রধান সালাউদ্দিন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান বলেন, আগুনের ঘটনায় আটজনকে আটক করা হয়। রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close