দেশজুড়েপ্রধান শিরোনাম

তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় নির্বাচন ২৯ মে

ঢাকা অর্থনীতি ডেস্ক: ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ করা হবে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে। বাছাই করা হবে ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৬ থেকে ৮ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৯ থেকে ১১ মে পর্যন্ত। পরদিন ১২ মে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ মে।

তৃতীয় ধাপের ১১২টি উপজেলার মধ্যে ২১টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোট নেয়া হবে।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপের ১৫০ উপজেলায় ভোটগ্রহণ চলবে আগামী ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ২১ মে ভোটগ্রহণ করা হবে। তৃতীয় ধাপে ভোটের লড়াই হবে ২৯ মে। আর চতুর্থ ধাপের নির্বাচন ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close