প্রধান শিরোনামভ্রমন

পশ্চিমবঙ্গের মায়াপুর

মিঠুন সরকার, মায়াপুর থেকে: শ্রীধাম মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান ও পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র। মায়াপুর দর্শন করলে সকল তীর্থস্থান দর্শন হয়ে যায়। মায়াপুরকে তীর্থ রাজ বলা হয়। পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি মায়াপুর-নবদ্বীপ ধাম। এই ধাম দর্শনে মানব জীবন ধন্য হয়। সনাতন (হিন্দু) ধর্মগুরু শ্রীল অভয়চরণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সমগ্র পৃথীবিব্যাপী মায়াপুরের প্রেমসুধা বিতরণ করেছেন। সমগ্র বিশ্বের গৌর-কৃষ্ণ ভক্তরা প্রতিবছর গৌর পূর্ণিমায় মায়াপুরে মিলিত হয়।

মায়াপুর গঙ্গা নদীর (ভাগীরথী) তীরে একটি গ্রাম, এটি হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত। মা গঙ্গা নামে পরিচিত। এটি কলকাতার প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে এবং নবদ্বীপ শহর থেকে গঙ্গা নদী অতিক্রম করে নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মস্থান, যিনি ১৪৮৬ সালে জন্মগ্রহণ করেন। তাঁর অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি কৃষ্ণের অবতার ছিলেন। তিনি হরে কৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন; তিনি সর্বপ্রথম শ্রীকৃষ্ণ মন্ত্রের ব্যাপক শ্রদ্ধা ও গান গাওয়াতে শিক্ষা দেন।

মায়াপুরের কাছেই জলঙ্গী নদী ভাগীরথী নদীতে মিশেছে। এখানে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) প্রতিষ্ঠিত চন্দ্রোদয় মন্দির আছে। এখানে ইসকনের প্রধান সদর দফতর। এই মন্দিরের অনেক সেবক শ্বেতাঙ্গ, যারা ইউরোপ, আমেরিকাসহ নানা দেশ থেকে এসেছে। ইস্কনের অতিথিশালায় সামান্য ভাড়ায় থাকা ও খাওয়ার আয়োজন করা যায়৷ যেকোনো ধর্মের মানুষকে এখানে স্বাগত জানানো হয়।

মায়াপুর কলকাতার সাথে সড়কপথে যুক্ত। নিকটবর্তী রেলস্টেশন গঙ্গার অপর পাড়ে পবিত্র নবদ্বীপ ধাম। এছাড়া কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে কৃষ্ণনগর এসে সেখান থেকে বাসে মায়াপুর পৌঁছনো যায়। কৃষ্ণনগর থেকে, আপনি একটি বাস টার্মিনাল যান। আপনি স্বরূপ গঞ্জের মায়াপুর ঘাটে যাওয়ার জন্য একটি তিন-চাকার যান ধরতে পারেন। স্বরূপ গঞ্জের ঘাটে পৌচ্ছে আপনি নৌকা বা ফেরি চড়ে মায়াপুরের হুলার ঘাটে পৌচ্ছে যেতে পারেন। এরপর সেখান থেকে রিক্সা করে ইস্কনের মন্দির পৌচ্ছে যান।

মায়াপুরের প্রধান উৎসবগুলি হল গৌর পূর্ণিমা চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা , ঝুলনযাত্রা ,জন্মাষ্টমী , রাধাষ্টমী, রাসযাত্রা, শ্রীল প্রভুপাদের ব‍্যাসপূজা, দোলযাত্রা প্রভৃতি।

লেখক: সাংবাদিক

Related Articles

Leave a Reply

Close
Close