কৃষিশিল্প-বানিজ্য

পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় উপকূলের কৃষক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল। এ ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হলেও আমন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপকূলীয় জেলার কৃষকরা। তাদের আশঙ্কা, ঘূর্ণিঝড়ের কারণে পাকা ধান মাঠেই ঝরে যেতে পারে। আর কৃষি কর্মকর্তারা বলছেন, ঝড়ো হাওয়ার পাশাপাশি জলোচ্ছ্বাস সৃষ্টি হলে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলে আমনের ক্ষতি সবচেয়ে বেশি হতে পারে। কারণ এখন মাঠে পাকা ধান। এ নিয়ে আমরাও দুশ্চিন্তায় আছি।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোলায় ১ লাখ ৮৯ হাজার ২৮০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। ধান পাকতে শুরু করলেও এখনো পুরোদমে ধান কাটা শুরু হয়নি। আর ৫১৮ হেক্টর জমিতে খেসারি চাষ হয়েছে। ঘূর্ণিঝড়ে এসব ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাগেরহাট কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় এবার ৫৭ হাজার হেক্টরে আমন ধান আবাদ হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বৃষ্টি হলেও এতে ফসলের তেমন ক্ষতি হবে না। তবে ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস দেখা দিলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close