বিশ্বজুড়ে

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ

ঢাকা অর্থনীতি ডেস্ক: রোববার (৩ মার্চ) জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন শাহবাজ। আর প্রতিদ্বন্দ্বি ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থী ওমর আয়ুব পান ৯২ ভোট। ভোটগ্রহণ শেষে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত ঘোষণা করেন। খবর ডন এবং জিও নিউজের।

নানা নাটকীয়তার পর পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ।

এর আগে, রোববার (৩ মার্চ) স্থানীয় সময় ১১টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যদের হট্টগোল ও স্লোগানের কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করতে পারেননি স্পিকার সরদার আয়াজ সাদিক। জাতীয় পরিষদের কার্যক্রম শুরু হলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থন জানিয়ে এবং শাহবাজ শরিফের প্রত্যাবর্তনের বিপক্ষে স্লোগান দিতে থাকেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা। এ সময় শুরু হয় তীব্র হট্টগোল।

পরে অ্যাসেম্বলির ঘণ্টা বাজিয়ে ভোটগ্রহণ শুরু করেন স্পিকার সাদিক। হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের অনেক পরেই ভোটগ্রহণ শুরু হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close