দেশজুড়ে

’পাগল’ বলে উত্ত্যক্ত করায় যুবক’কে ছুরিকাঘাত করে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশাল নগরীর বাঘিয়া কালিমাতার মন্দির এলাকায় মানসিক বিকারগ্রস্থ এক ব্যক্তির ছুরিকাঘাতে দিপু হালদার নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত দিপু ঐ এলাকার খ্রিস্টান কলোনির রমেন্দ্র নাথ হালদারের ছেলে। তারা দুই জনই রংমিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় আহত হামলাকারী কুডুকেও আটকাবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুডু ঘটনাস্থল কালিমাতার মন্দিরের সামনে থেকে যাওয়ার সময় দিপু তাকে পাগল বলে উত্ত্যক্ত করেন। এতে ক্ষুব্ধ হন কুডু। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে মানসিক বিকারগ্রস্থ কুডু তার হাতে থাকা ছুরি দিয়ে দিপুর বুকে কোপ দেয়। এ সময় দিপুও কুডুকে মারধর করে। এক পর্যায়ে কুডু সড়কে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকেই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে হামলার অভিযোগে আটক কুডুকে পুলিশি পাহাড়ায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি কুডু ও দিপু দু’জনেই মাদকাসক্ত। তাদের মধ্যে সু-সম্পর্কও ছিল। কুডু মানসিক বিকারগ্রস্থ।

নগরীর বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, হামলাকারী কুডুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close