দেশজুড়েপ্রধান শিরোনাম

রাত ৮ টার পর বিনা কারণে ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা

ঢাকা অর্থনিতি ডেস্কঃ করোনা ভাইরাস ইস্যুতে আবারো রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিনা কারণে বাইরে বেরুনোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া সংক্রমণ পরিস্থিতিতে এখনকার মতো ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close