তথ্যপ্রযুক্তি

পাবজিকেও টপকে গেল এই গেম!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাজারে আসার প্রথম সপ্তাহেই পাবজিকে টপকে মোবাইল গেমের দুনিয়ায় নতুন রেকর্ড গড়েছে ‘কল অব ডিউটি’।

যেখানে প্রথম সপ্তাহে ‘পাবজি’ প্রায় ২ কোটি ৬৩ লাখ বার ডাউনলোড হয়েছিল, সেখানে ১ অক্টোবরে বাজারে আসা ‘কল অব ডিউটি’ এ সীমা ছাড়িয়ে ১০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে। গুগল প্লে স্টোর এবং আই স্টোর থেকে ডাউনলোডের এ সংখ্যা দেখে বিজ্ঞানীরাও চমকে গেছেন এবং এই মোবাইল গেম একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে জানান সমীক্ষা কোম্পানি ‘মোবাইল ইনসাইট’ এর প্রধান র‌্যান্ডি নেলসন।

গেমটির প্রধান আকর্ষণ হচ্ছে গেমটি ফার্স্ট পারসন শুটার গেম। অনলাইনে এই গেম পাবজির তুলনায় ভালোভাবে খেলা যাবে বলে দাবি করেছেন চীনের ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট হোল্ডিং লিমিটেড।

গেম সম্পর্কে এই কোম্পানি আরও জানায়, ভবিষ্যতে ‘কল অব ডিউটি’ এবং ক্যান্ডি ক্রাশ, ওয়ার ক্রাফট, ডায়বলো, ওভারওয়াচ গেমগুলির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসা হবে।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close