দেশজুড়েপ্রধান শিরোনাম

পাসের হারে এগিয়ে বরিশাল, জিপিএ ৫-এ ঢাকা

ঢাকা অর্থনীতি ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। আর  জিপিএ ৫-এ ঢাকা শিক্ষা বোর্ড এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোট ৫ লাখ ৬১ হাজার ৮৪০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৯৫৩ জন। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ৪০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ, যা এবছর সব বোর্ডের মধ্যে সর্ব্বোচ্চ। বরিশাল শিক্ষা বোর্ডের পরেই ৯৪ দশমিক ১০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রাজশাহী।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close