শিক্ষা-সাহিত্য

পিইসি পরীক্ষায় প্রক্সি দেয়ায় ১৩ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সূতি ভিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন তাদেরকে বহিষ্কার করা হয়।

সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গোপালপুরের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সূতি ভিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের প্রতিষ্ঠানের এমপিও টেকানোর জন্য পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে পড়ুয়া সপ্তম, নবম ও এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা চালানো হয়। পরে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভুয়া পরীক্ষার্থীদের আটক করা হয়।

বহিস্কারকৃতরা হল- তামান্না, সুমাইয়া, ফরিদা, তৃষা, বিথী, কাওসার, নাঈম, শুভ, লিমন, খন্দকার নাজমুল, মোছা. আনিকা খাতুন এবং সাগার। এরা আশপাশের বিভিন্ন স্কুলের ৭ম, ৮ম এবং ৯ম শ্রেণির শিক্ষার্থী। পরবর্তীতে অভিযুক্ত এই সব প্রতিষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close