ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

পুন:অর্থায়ন বন্ধ হলো রাষ্ট্রয়ত্ব ৪ ব্যাংকের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত্ব ৪ ব্যাংকে সব ধরনের পুনঃঅর্থায়ন বন্ধ করেছে সরকার, এমনকি বাজেট থেকেও দেয়া হবে না নির্দিষ্ট অংকের বরাদ্দ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নবনিযুক্ত সরকারি ব্যাংকের এমডি, সিইওদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য দেন অর্থমন্ত্রী।

রোববার সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের নবনিযুক্ত এমডি ও সিইওদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী আশা করেন, সরকারি চার ব্যাংক চাইলেই অনেক সংকট সমাধান সম্ভব। এসময় ২ শতাংশ ডাউনপেমেন্টে খেলাপি ঋণ আদায়ের সরকারি সিদ্ধান্তে নেতিবাচক ফল আসছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নিয়মিত গ্রাহকরাও পরিশোধ করছেন না ঋণ।

বৈঠকে নিজস্ব অর্থে ব্যয় সংকুলানের আহ্বান জানিয়ে সরকারি সব ব্যাংকগুলোকে বার্ষিক ১৫ শতাংশ লাভ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী। বাজেটে বরাদ্দের পাশাপাশি ব্যাংকগুলোতে পুনঃ অর্থায়ন বন্ধ বলেও জানান তিনি।

বৈঠকে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক ও আর্থিক খাতের সংকট উত্তরণে করণীয় নির্ধারণে রাষ্ট্রায়াত্ব ৪ টি ব্যাংক তাদের কর্মপরিকল্পনা অর্থ মন্ত্রণালয়কে অবহিত করবে।

Related Articles

Leave a Reply

Close
Close