বিশ্বজুড়ে

পেঁয়াজ কিনতে গিয়ে হার্ট অ্যাটাকে বৃদ্ধার মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন এক বৃদ্ধ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুডিভাদা রাইথু বাজারে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারত সরকারের দেওয়া ভর্তুকির পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম সাম্বি রেড্ডি (৬৫)। তার বাড়ি কৃষ্ণা জেলার গুডিভাদা টাউন এলাকায়। সাম্বি রেড্ডিআজ সরকারের ভর্তুকির পেঁয়াজ কিনতে রাইথু বাজারে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ পেঁয়াজ কেনার জন্য নির্দিষ্ট লাইনে দাঁড়িয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয়রা তাকে ধরাধরি করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আগেই তার মৃত্যু হয়েছে।

পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় মৃতের বাড়ির লোকজনকে। যদিও মৃতের বাড়ির লোক এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

ওই পরিবারের লোকজন বলছে, সাম্বি রেড্ডি বেশ কিছু বছর আগে একটি বাইপাস সার্জারি করিয়েছিলেন। তাই হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুর ঘটনায় সন্দেহের কিছু নেই। পরে ভারতীয় পুলিশ সবরকম ফর্মালিটি পালন করে মৃতদেহ দ্রুত তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।

Related Articles

Leave a Reply

Close
Close