দেশজুড়ে

পেট্রোল ও অকটেনের নামে কেরোসিন বিক্রি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় অকটেন ও পেট্রোলের নামে কেরোসিন বিক্রি করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারোমাইল এলাকার সাহার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

এ সময় তিনি জানান, ওই ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোলের ডিস্পেন্সারে কেরোসিন পাওয়া গেছে। তারা ২১ জুলাই তারিখে এ পেট্রোল ও অকটেনের নামে ৩ হাজার লিটার কেরোসিন কিনেছে এবং এ পর্যন্ত অকটেন ও পেট্রোল হিসেবে ২ হাজার ৪০০ লিটার কেরোসিন বিক্রি করেছে।

এতে শুধু ভোক্তাদের সঙ্গে ভয়াবহ প্রতারণাই করা হয়নি, তাদের যানবাহনেরও অনেক ক্ষতি করা হয়েছে।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মালিক সাহিরুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া তেল পরিবর্তন না করা পর্যন্ত পাম্প বন্ধ করে দেয়া হয়। ভালো তেল নেয়ার পর তা পুনরায় তাদের সামনে দেখিয়ে বিক্রির নির্দেশনা দেয়া হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close