আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

পেয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে আইনি নোটিশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পেয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং এ সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানানো হয়।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে আরও বলা হয়েছে, পেয়াজ নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে যথাযথ উদ্যোগ নিতে হবে। পেয়াজ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি বিশেষ শর্ত আরোপ করতে হবে। একই সঙ্গে রাজস্ব বোর্ডকে বিশেষ শুল্ক নীতি প্রণয়ন করতে হবে।

নোটিশে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর ভারত সরকার আকস্মিকভাবে পেয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার কারণে বাংলাদেশে পেয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়াজ আমদানিতে এক দেশের উপর নির্ভরশীল হয়ে না থাকতে এ শুল্ক নীতি প্রণয়ন করতে বলা হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close