দেশজুড়ে

প্রকাশ্যে ধুমপানের অপরাধে ৩ যুবকের অর্থদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদপুরে প্রকাশ্যে ধুমপান করায় ৩ যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় প্রত্যেকে প্রকাশ্যে ধুমপান করায় ৩০০ টাকা করে জরিমানা করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় শহরের কোর্টস্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও মাহফুজুর রহমান।

অর্থদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, জয় (৩০), রিয়াদ (৩২) ও সৌরভ (৩৪)।

জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের কোর্টস্টেশনের প্লাটফর্মে প্রতিদিনই কিছু যুবক রাত জেগে ধুমপান করে এমন সংবাদে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত ৩ যুবকের প্রত্যেকে ধুমপান করায় ৩০০ টাকা করে জরিমানা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাটফর্মে ১টি সিএনজিচালিত অটোরিকশা অবস্থান করায় সর্তক করে দেন এবং প্লাটর্ফমে অবস্থিত হোটেল ক্যাফে জামানের খাদ্যের মান পরীক্ষা করেন।

Related Articles

Leave a Reply

Close
Close