শিক্ষা-সাহিত্য

প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীকে গাছ লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একটি গাছ কাটলে অন্তত দশটি গাছ লাগানোরও আহ্বান জানান তিনি।

শুক্রবার অনলাইনে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন অযত্ন-অবহেলায় আমাদের বনাঞ্চল নষ্ট হয়ে গিয়েছিল। বনাঞ্চলকে রক্ষা করতে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে প্রকৃতি-পরিবেশ সংরক্ষণে বহু নীতি, আইন ও বিধিমালা প্রণয়ন করেছে আমাদের সরকার। পরিবেশ সংরক্ষণে সংবিধানেরও সংশোধন করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close