বিশ্বজুড়ে

প্রথমধাপে ১০ লাখ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন বা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা।

রবিবার (১৪ জুলাই) থেকে দেশব্যাপী এ অভিযানে নেমেছেন তারা। অভিযানের প্রথম পর্যায়ে ১০ লাখ বা ১ মিলিয়ন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের লক্ষ্য অবৈধ অভিবাসী, যাদের বিরুদ্ধে বহিস্কারাদেশ রয়েছে, তাদেরকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযান পরিচালনার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। লসঅ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগোসহ বড় বড় শহরগুলোতে এ অভিযান চালানো হচ্ছে।

অভিযানে আইসিই এজেন্টরা মূলত মধ্য আমেরিকার অভিবাসীদের টার্গেট করে অভিযান পরিচালনা করছেন বলে জানান আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউস আলবেন্স।

Related Articles

Leave a Reply

Close
Close