বিনোদন

প্রথমবার বাংলা গানে রাহাত ফাতেহ আলী খান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রথমবারের মতো বাংলা গানে কণ্ঠ দিলেন বলিউডের আলোচিত প্লেব্যাক সিঙ্গার ও পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খান।

গানটির শিরোনাম ‘তোমারই নাম লেখা’। এটি লিখেছেন রবিউল আউয়াল (বাংলাদেশ)। সুর ও সংগীত পরিচালনা করেছেন সালমান আশরাফ (পাকিস্তান)।

এরইমধ্যে সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে সোমবার গানটি রিলিজ হয়েছে। গীতিকার রবিউল আউয়াল বলেন, রাহাত ফাতেহ আলী খানের জনপ্রিয়তা কেমন সেটি যারা দেশ-বিদেশের গান শোনেন সবাই জানেন। আমি বাংলাদেশি হিসেবে আনন্দিত, প্রথমবারের মতো তিনি আমাদের বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। বাংলা গান আমাদের আরো অনেক দূর যাবে বলে আমি বিশ্বাস করি।

প্রসঙ্গত, রাহাত ফাতেহ আলী খান পাকিস্তানি সংগীতশিল্পী। যিনি প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাগ্নে এবং ওস্তাদ ফারুখ ফাতেহ আলী খানের পুত্র। সে সূত্রে পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি। কাওয়ালি ছাড়াও, তিনি গজল গেয়ে থাকেন। অন্যান্য মৃদু সংগীতেও খ্যাতি রয়েছে তার। তবে তিনি বলিউডের জনপ্রিয় একজন প্লেব্যাক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত।

Related Articles

Leave a Reply

Close
Close