বিশ্বজুড়ে

চীনে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহত ৩৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালের ওই দূর্ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দূর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল। পূর্বাঞ্চলীয় জিয়ানসু প্রদেশের একটি সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসের বাম পাশের সামনের চাকাটি পাংচার হয়ে গিয়েছিল।

দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close