বিশ্বজুড়ে

মেক্সিকোয় ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কা, নিহত-১৪

ঢাকা অর্থনীতি ডেস্ক: ছুটি কাটাতে সৈকতের দিকে যাওয়ার সময় একই পরিবারের সদস্যদের বহনকারী একটি মিনিবাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর আগুন লেগে যাওয়ার কারণে মেক্সিকোর জ্যালিসকো স্টেটে নিহত হয়েছে ১৪ জন। এরমধ্যে ৫ জন শিশুও রয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ দুর্ঘটনার কথা জানায়।

কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মিনিবাস ধাক্কা দেওয়ার পর আগুন লেগে যায়। এসময় মিনিবাসের ভেতরে যাত্রীরা আটকে পড়ার কারণে হতাহতের সংখ্যা বেড়ে গেছে। নিহত ১৪ যাত্রীর মধ্যে ৫ জন শিশুও ছিল। এ ঘটনায় আরও ১২জন আহত হয়েছেন। দুইজনের অবস্থা গুরুতর থাকায় তাদের দ্রুত হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্টেট ইমার্জেন্সি অথরিটির এক কর্মকর্তা জানান, ট্রাকটি সড়কের একপাশে দাঁড়ানো অবস্থায় ছিল। সেখানেই মিনিবাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জ্যালিসকো স্টেটের স্টেট সিভিল প্রোটেকশন সার্ভিসের কর্মকর্তা স্যামুয়েল ফ্লোরেস বলেন, পুয়ের্তো ভালারতায় ছুটি কাটাতে যাওয়ার জন্য ওই পরিবার মিনিবাসটি ভাড়া করেছিল।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close