করোনাদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাবি প্রশাসনের কোটি টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক: করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যসহ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন বলে নিশ্চিত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

ফিরোজ উল হাসান জানান, করোন সংকট মোকাবিলায় সহযোগীতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২ দিনের বেতন ও কর্মকর্তাদের ১ দিনের বেতনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মোট ১ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয়া হয়েছে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ এবং এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আজ দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তি অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব অনুদান গ্রহণ করেন তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close