দেশজুড়েপ্রধান শিরোনাম

প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচে স্থানান্তর হচ্ছেন কাদের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তার স্বাস্থ্যগত সমস্যার সকল প্যারামিটারই এখন ভালো। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.কনক কান্তি বড়ুয়া বলেছেন, তিনি এখন আশঙ্কামুক্ত, তাকে কেবিনে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু তাকে কেবিনে নিয়ে গেলে দলের নেতাকর্মীদের যে চাপ বা দর্শনার্থীদের ভিড়, তাতে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে পারে।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি উপাচার্যকে টেলিফোন করেছেন এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকেও টেলিফোনে ওবায়দুল কাদেরকে যত শীঘ্রই সম্ভব সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)- এ স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.কনক কান্তি বড়ুয়া বলেছেন যে, আজ তার অবস্থা একটু স্থিতিশীল থাকলেও আগামীকাল ভোরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হবে। সিএমএইচে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হলো দর্শনার্থীদের ভিড় এড়ানো।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close