বিশ্বজুড়েস্বাস্থ্য

প্রাপ্তবয়স্ক ৯০ শতাংশ নাগরিককে টিকা দিয়েছে ভুটান

ঢাকা অর্থনীতি ডেস্ক: এক সপ্তাহে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকা দিয়েছে ভুটান। ২০শে জুলাই করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু করে দেশটি। মাত্র এক সপ্তাহে শেষ হয় টিকা কার্যক্রম। দেশটির এমন সাফল্যকে অনন্য কীর্তি বলছে ইউনিসেফ।

হিমালয়ের ঢালে ছোট্ট দেশ ভুটান। ভারত ও চীনের মাঝামাঝি ছোট এই দেশটিতে বাস করে সাত লাখ মানুষ। দুর্গম পাহাড়ি গ্রাম, যাযাবর জনগোষ্ঠী এবং বিরূপ আবহাওয়ার কারণে দেশটিতে টিকা দেয়া ছিল বড় চ্যালেঞ্জ।

কয়েক মাসের প্রস্তুতি শেষে ২০শে জুলাই ভুটানে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। পাহাড়ি পথে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে টিকা দেন স্বাস্থ্যকর্মীরা। দুর্গম এলাকায় টিকা পৌঁছে দিতে ব্যবস্থা করা হয় হেলিকপ্টারও।

মাত্র এক সপ্তাহে ৯০ শতাংশ প্রাপ্ত বয়স্ককে টিকা দিয়েছে ভুটান, একে ‘অনন্য কীর্তি’ বলেছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফের ভুটান প্রতিনিধি উইল পার্কস বলেন, মহামারিতে এটাই ছিল সবচেয়ে দ্রুততার সাথে সম্পন্ন করা করা টিকাদান কর্মসূচি। বিশ্বের এই সংকটের সময় এটি খুবই গুরুত্বপূর্ণ।

ভারতের কাছ থেকে উপহার পাওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে গত মার্চে টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে ভারত টিকা রপ্তানি বন্ধ করলে যুক্তরাষ্ট্র, ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ থেকে টিকা সংগ্রহ করে ভুটান।

Related Articles

Leave a Reply

Close
Close