বিশ্বজুড়ে

‘প্রায় চার মাসের যুদ্ধে ১০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা’

ঢাকা অর্থনীতি ডেস্ক: অন্তত ১০ হাজার ‘হামাস’ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। প্রায় চার মাসের যুদ্ধে এই হত্যার দাবি ইসরায়েলের। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। খবর সংবাদ সংস্থা রয়টার্সের।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান, ইসরায়েলি সেনাদের হামলায় আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার হামাস সদস্য। এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসে নিজেদের লক্ষ্য অর্জন হয়েছে বলেও দাবি করেন গ্যালান্ত। তিনি বলেন, এই অঞ্চলে থাকা হামাস ব্রিগেডকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে প্রায় ১২শ’ নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। জিম্মি করা হয় ২৫০ জনকে, যাদের ১৩২ জন এখনও গাজায় আছেন। এরপর থেকে প্রায় চার মাস গাজায় সর্বাত্মক হামলা চলাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই নির্বিচার হামলায় এখন পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনির।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close