খেলাধুলা

প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে হাড্ডাহাড্ডি একতি লড়াইয়ের ম্যাচ দেখলো ফুটবলপ্রেমীরা। ম্যাচে পিছিয়ে পড়েও নিউক্যাসল ইউনাইটেডকে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত জেমস অ্যান্ড পার্কে ম্যাচের ২৬ মিনিটে স্বাগতিক নিউক্যাসলের বিপক্ষে প্রথম লিড নেয় সিটি। গোল করেন বার্নাডো সিলভা। তবে ৩৫ মিনিটে স্ট্রাইকার ইসাক সমতায় ফেরান নিউক্যাসলকে। আর ৩৭ মিনিটে গর্ডোনের গোলে লিড নিয়ে উচ্ছ্বাসে মাতে স্বাগতিক দর্শকরা। এই জয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে সিটিজেনরা।

তবে সিটির ভাগ্য বদলে দেন লম্বা ইনজুরি কাটিয়ে ৬৯ মিনিটে মাঠে নামা বেলজিয়ান প্লে মেকার কেভিন ডি ব্রুইনা। ৭৪ মিনিটে ডি ব্রুইনার গোলে সমতায় ফেরে গার্দিওলার দল। আর ইনজুরি সময়ে ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন বব। লেভেলে থাকা স্কোর হয়ে যায় ৩-২। ফলে, শেষ পর্যন্ত এই স্কোর লাইন নিয়েই জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close