দেশজুড়ে

ফলে রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ জুন) এক রিট আবেদনের শুনানিতে  বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আমে ফরমালিন ও রাসায়নিক পরীক্ষা নিয়ে বিএসটিআই’র প্রতিবেদন দেখে শুনানিতে অসন্তোষ প্রকাশ করে আদালত। এ সময় র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে পৃথক দুটি প্রতিবেদনও আদালতে জমা দেয়া হয়।

আদালত উষ্মা প্রকাশ করে বলে, মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হচ্ছে অথচ ক্ষতিকর রাসায়নিক পরীক্ষার যন্ত্র কেনার অর্থ দেয়া হচ্ছে না।

এর আগে, রাজধানী ঢাকাসহ সারাদেশের ফলের বাজার ও আড়তগুলোতে যেন আমে রাসায়নিক ব্যবহার না হয় তা তদারকির জন্য ২০ মে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক এবং বিএসটিআই’র চেয়ারম্যান ও পরিচালককে এ টিম গঠন করতে বলা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Close
Close