দেশজুড়েপ্রধান শিরোনাম

ফের পালিয়ে এলো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ২৯ সদস্য

ঢাকা অর্থনীতি ডেস্ক: মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য।

প্রাথমিকভাবে তাদের বিজিবির হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

আজ সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঢোকেন।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অস্ত্র জমা নিয়ে তাদের রাখা হয়েছে বিজিবির হেফাজতে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, সীমান্তের কাছাকাছি এলাকায় গত এক সপ্তাহ ধরে গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে, আরও ভেতরে সংঘাত থামেনি। সেখান থেকেই এই ২৯ জন পালিয়ে আসতে পারেন।

এর আগে, দেশটিতে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাসহ ৩৩০ জনকে গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সাথে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপিসহ ৩৩০ জন। তাদের মধ্যে ৩০২ জন বিজিপি, ৪ জন বিজিপি পরিবারের সদস্য, ২ জন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close