শিক্ষা-সাহিত্য

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রের আত্নহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফেসবুকে ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমাম হোসাইন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোববার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে ‘আল-বিদা’ লিখে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী। ইমাম হোসাইনের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়। তিনি বিশ্ববিদ্যালেয়ের কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

কবি জসিম উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। সে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে।

আত্মহত্যা করার আগের দিন আল বিদা লিখে সাথে একটি ভাঙ্গা লাভ ইমোজি দিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন ইমাম হোসাইন।বন্ধুদের কাছ থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ছিলেন। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা সবার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা রিলায়েবল সোর্স থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছি। সত্যি যদি এটি হয়ে থাকে তাহলে একটি মর্মান্তিক এবং সাংঘাতিক বেদনাদায়ক।

Related Articles

Leave a Reply

Close
Close