দেশজুড়ে

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বনানীর একটি বহুতল ভবন নির্মাণে দুদকের মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামিপক্ষে শুনানি করেন মো. কামরুল ইসলাম।

পরে খুরশীদ আলম খান বলেন, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

আমিন উদ্দিন মানিক জানান, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বিধিবিধান লঙ্ঘন করে বনানীর একটি বহুতল ভবন নির্মাণে ১৫তলার স্থলে ১৮তলা ভবনের নকশা অনুমোদন ও ডেভিয়েশনসহ ১৮তলা নির্মাণ করার অভিযোগে ২৫ জুন মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক।

Related Articles

Leave a Reply

Close
Close