দেশজুড়ে

ফোন কিনে না দেয়ায় ৩য় শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্ক: কুড়িগ্রামে মোবাইল ফোন কিনে না দেয়ায় ৩য় শ্রেণির আপন মিয়া (১০) নামে এক ছাত্র আত্মহত্য করেছে । রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের গোরকমন্ডল এলাকায় এ ঘটনা ঘটে।

আপন মিয়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আইনুল ইসলামের ছেলে। সে গোরক মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে মোবাইল কেনার বায়না করে আপন। কিন্তু সে শিশু হওয়ায় এবং তার অটো চালক বাবার মোবাইল ফোন কিনে দেওয়ার সামর্থ না থাকায়, তার বাবা তাকে কয়েকদিন পরে কিনে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু মোবাইল কিনে দিতে দেরি হওয়ায় রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সে নিজ ঘরের আড়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জানান, আপন ফাঁসিতে ঝুলে থাকতে দেখে তার মা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close