শিল্প-বানিজ্য

ফ্লাইটে আসন বেছে নিতে পারবেন বিমানযাত্রীরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: যাত্রীদের আরও বেশি আরামদায়ক ভ্রমণের জন্য আগামী বুধবার ১লা জুন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, ওয়েব চেক-ইনের মাধ্যমে যাত্রীরা তার পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাস বের করতে পারবেন। এতে বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে যাবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, অভ্যন্তরীণ রুটের যাত্রীরা বিমানের ওয়েবসাইটে গিয়ে চেক-ইনের জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগ থেকে এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করতে পারবেন।

তিনি বলেন, কোনো যাত্রী যদি ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করতে চান সে ক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েব চেক-ইন সম্পন্ন করার পর ফ্লাইট ছাড়ার সর্বনিম্ন এক ঘণ্টা আগে ডিজিটাল বোর্ডিং পাস বিমানবন্দরের কাউন্টারে প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

নতুন এ সেবা চালুর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে বলে জানান এই বিমান কর্মকর্তা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close