দেশজুড়েপ্রধান শিরোনাম

বকশিশ না পেয়ে ডিম নষ্ট, ৬ পুলিশ প্রত্যাহার

 ঢাকা অর্থনীতি ডেস্ক: নাটোরে বকশিশের টাকা না পেয়ে ৩৫ হাজার ডিম নষ্ট করে ফেলার ঘটনার তদন্তের জন্য পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শুক্রবার পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কুড়ি হাজার টাকা বকশিশ না দেওয়ায় ৩৫ হাজার ডিম (মুরগির ডিম) নষ্ট করে ফেলার অভিযোগ উঠে নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে। এ ঘটনার পর আজ পুলিশের নেওয়া ব্যবস্থার কথা জানানো হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঘটনা সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ডি‌মের মালিকের সঙ্গে যোগাযোগ ক‌রে এক‌টি অ‌‌ভিযোগ গ্রহণ করা‌ হয়ে‌ছে। অভি‌যো‌গের বিষয়‌টি তদন্ত ক‌রে তিন কার্য দিব‌সের ম‌ধ্যে প্রতিবেদন দি‌তে হাইও‌য়ে পু‌লি‌শের এস‌পি পদমর্যাদার একজন কর্মকর্তা‌কে দা‌য়িত্ব প্রদান করা হয়েছে।’ (সূত্র: প্রথমআলো)

Related Articles

Leave a Reply

Close
Close