দেশজুড়ে

বঙ্গোপসাগরে ৫ শতাধিক ভারতীয় জেলে আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৫ শতাধিক জেলেসহ ৩২ টি ভারতীয় ট্রলার জব্দ করেছে বাংলাদেশি কোস্টগার্ড।

রবিবার (৭ জুলাই) সকালে চালিতাবুনিয়া এবং মৌডুবি এলাকা থেকে এসব ট্রলার আটক করে কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।

পায়রা বন্দর সংলগ্ন কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রেজাউল করিম সংবাদমাধ্যমে জানান, ভারতীয় ৩২ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। প্রতিটি ট্রলারে ১৬ থেকে ১৮ জন করে জেলে রয়েছে। তাদের জেলে কার্ডও রয়েছে। তবে কি কারণে তারা প্রবেশ করেছে এবং বাংলাদেশর সমুদ্র সীমনায় মাছ শিকার করছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

আটক হওয়া ভারতীয় জেলেদের দাবি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা বাংলাদেশের সমুদ্র সীমানায় ঢুকে পড়েছে। বাংলাদেশী জেলেদের দাবী সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমানায় ঢুকে অবাধে মাছ শিকার করছে।

Related Articles

Leave a Reply

Close
Close