প্রধান শিরোনামবিশ্বজুড়ে

বাংলাদেশি নারীরা বিক্রি হচ্ছে ভারতের যৌনপল্লীতে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশি অনেক নারীকে পাচারের পর ভারতের বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দেয়া হচ্ছে। প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি নারীকে এ উদ্দেশে ভারতের পাচার করা হয় বলে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স।

তবে কত সংখ্যক নারীকে পাচার করা হয় সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান নেই বলেও উল্লেখ করে সংবাদ সংস্থাটি।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, পাচার হওয়া কিছু নারীকে উদ্ধারও করা হয়েছে। আইন, বিচারিক ও কূটনৈতিক বিভিন্ন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর আশ্রয়কেন্দ্রে অপেক্ষার প্রহর গুনতে হয় উদ্ধারকৃতদের।

ভারত ও বাংলাদেশে মানবপাচার সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে তথ্য দিতে গিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ভারতে মানবপাচারের প্রতি ৪ মামলার একটির রায় হয়। আর বাংলাদেশে ২০১২ সালে প্রণীত একটি আইনে দায়ের হওয়া মাত্র ৩০টি মামলার নিষ্পত্তি হয়েছে। একই ধরনের ৪ হাজারের বেশি মামলা ঝুলে আছে।

Related Articles

Leave a Reply

Close
Close