প্রধান শিরোনামবিশ্বজুড়ে

আফগানিস্তানে সহিংসতায় তিন দিনে অন্তত ২৭ শিশু নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: সরকারি বাহিনী ও তালেবানদের লড়াইয়ে আফগানিস্তানে তিন দিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এ তিনদিনের মধ্যে আরও ১৩৬ জনের মতো শিশু ওই অঞ্চলে আহত হয়েছে। শিশুদের বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘনের বৃদ্ধি দেখে হতবাক বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধে শিশুদের নৃশংসতার মাত্রা দিন দিন বেড়েই চলছে। আফগানিস্তান দীর্ঘ দিন ধরেই শিশুদের জন্য পৃথিবীর অন্যতম বাজে জায়গা কিন্তু গত কয়েক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’

ইউনিসেফ জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘনের বৃদ্ধি দেখে তারা হতবাক। এছাড়া তালেবান আন্তর্জাতিক যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া দিচ্ছেনা বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আফগানিস্তানে তালেবানের উত্থান আরও গতি পেয়েছে। গত শুক্রবার থেকে দেশটির প্রায় ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বিরতির আহ্বান জানালেও তা উপেক্ষা করছে গোষ্ঠীটি। গত এক মাসের সংঘাতে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি বেসামরিক মানুষ।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close