দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশের জন্য উপহার হিসেবে ১২ লাখ ভ্যাকসিন নিয়ে আসবেন মোদি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জন্য তিনি উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আসবেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, সরকারিভাবে এই ১২ লাখ ডোজ ভ্যাকসিন সম্পর্কে আমাদের অবহিত করা হয়েছে।

আজ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায় ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ নিজস্ব জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের ভ্যাকসিন প্রয়োজন।

এ বিষয়ে অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আমাদের দেশেও প্রভাব ফেলবে। আমরা এখন প্রথম ডোজ দেয়া বন্ধ রেখে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে পারি।

এর মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সব ধরনের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close