বিশ্বজুড়ে

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, ফের দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। খবর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের।

ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সাথেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সকল দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই।

এছাড়া, তদন্ত সাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি। সব দল নির্বাচনে অংশ না নেয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close