দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান হলেন পিংকি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তৃতীয় লিঙ্গের মানুষরাও এখন ধীরে ধীরে উঠে আসছেন। তারা সমাজের কাছে গ্রহণযোগ্যতাও পাচ্ছেন। এমনই একজন হলেন পিংকি খাতুন।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। পিংকি খাতুন বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান।

তিনিসহ আরো দু’জন নারী এ পদের জন্য লড়েছেন। বিজয়ী পিংকি ভোট পেয়েছেন ১২ হাজার ৮৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পিংকি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান। পিংকি খাতুন জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন।

তিনি আরও জানান, নির্বাচনে প্রচারণার শুরু থেকেই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

উল্লেখ্য, তৃতীয় লিঙ্গের মানুষ পিংকি খাতুন দীর্ঘ ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close