বিশ্বজুড়ে

সেকেন্ড লেডি দেখা গেলেও এবার পাওয়া যাচ্ছে সেকেন্ড জেন্টলম্যান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো নারী ভিপি-(ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে শুরু থেকেই কমলা হ্যারিসকে ঘিরে প্রাচ্যের মানুষের মধ্যে প্রচুর আগ্রহ দেখা গিয়েছে।

কমলা হ্যারিস ও তার রানিং মেট জো বাইডেন এর মধ্যেই ২৯০ ইলেক্টরাল ভোট পেয়েছেন। জেতার জন্য তাদের ২৭০ ইলেক্টরাল ভোটের দরকার ছিল। তবে আরো তিন রাজ্যের ফল বাকি থাকতেই তারা জয়ের মুকুটের সন্ধান পেয়ে গেছেন।

ভাইস প্রেসিডেন্ট হয়ে নারী হিসেবে কমলা হ্যারিস যেমন ইতিহাস গড়লেন, তার স্বামীও কিন্তু ইতিহাসে জায়গা করে নিচ্ছেন। কারণ, সচরাচর যুক্তরাষ্ট্রে সেকেন্ড লেডি দেখা গেলেও এবার পাওয়া যাচ্ছে সেকেন্ড জেন্টলম্যান।

কমলা হ্যারিসের স্বামী ডগলাস ইমহফ হতে চলেছেন আমেরিকান সেকেন্ড জেন্টলম্যান। আর তিনিই হবেন প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’।

সিএনএন এর সংবাদে বলা হয়েছে, ডগলাস ইমহফ পেশায় আইনজীবী। কমলা হ্যারিসের সাথে ২০১৪ সালে গাটছড়া বাধেন ৫৬ বছর বয়সী এই মার্কিন আইনজীবী। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close