দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসছে ২০ জানুয়ারিঃ স্বাস্থ্য অধিদফতর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ২০ জানুয়ারি বাংলাদেশে আসছে ভারতের সেরামের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ। ঔষধ প্রশাসন অধিদপ্তর

সোমবার (১৮ জানুয়ারি) রাতে সময়নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে ভ্যাকসিন আনার অনুমতিও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এদিকে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে এরই মধ্যে ওষুধ প্রশাসনের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এর আগে এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারতের সেরামের টিকা আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দেশে আসবে।

তিনি আরো বলেন, যারা টিকা নিয়ে কাজ করছে, সবার সঙ্গে কথা বলে এটা নিয়ে আসা হচ্ছে। আশা করি আমরা সবাইকে টিকা দিতে পারবো।

তিনি বলেন, সেরামের পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে কিছু টিকা দেবে। এমনও হতে পারে সেরামের প্রথম ডোজ আসার আগেও উপহারের টিকা আসতে পারে। তবে শিগগিরই আসবে। এটি যেহেতু রাষ্ট্রীয় বিষয়, তাই এখনই তারিখটা বলছি না।

মন্ত্রী বলেন, নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরে যেকোনো প্রতিষ্ঠান চাইলেই ভ্যাকসিন আনতে পারবে। তবে দামের বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ থাকবে।

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন সম্পর্কে মন্ত্রী বলেন, বঙ্গভ্যাক্সকে সাধুবাদ জানাই। পরবর্তী ধাপগুলোতে প্রয়োজনে যেকোনো সহায়তা দেবে সরকার।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close