কৃষিশিল্প-বানিজ্য

‘বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর  বিপরীতে মোট উৎপাদন হয়েছে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন। ২০১৮-১৯ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ উৎপাদন হয়েছে।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আজ সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন।

তিনি বলেন, দেশের জিডিপির ৩ দশমিক ৫৭ শতাংশ এবং কৃষিজ জিডিপির প্রায় এক চতুর্থাংশের বেশি (২৫.৩০ শতাংশ) মৎস খাতের অবদান।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২ দশমিক ৫৮ গ্রাম।’

অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া বাংলাদেশের মৎস্য ও মৎস্যজাতপণ্যের প্রধান আমদানীকারক দেশ।

Related Articles

Leave a Reply

Close
Close